টাঙ্গুয়ার হাওর ভ্রমণ- (Tanguar Haor Tour)

২ দিন ১ রাতের ট্যুর প্ল্যান

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আধুনিক সব সুবিধা সম্পন্ন আছে ৩ টি প্রিমিয়াম হাইজ বোটঃ ❑ হাওরের সুলতান; ❑ মনপুরা; ❑ গল্প তরী। এছাড়াও আছে কিছু ভালো মানের Traditional বোট।

প্রিমিয়াম হাইজ বোটে আধুনিক সব সুবিধা রয়েছে। যেমনঃ অবসর সময়ে সবাইকে নিয়ে আড্ডা ও বিনোদনের জন্য দুটি লবি, রুম এবং লবির সবখানে লাইট, ফ্যান এবং চার্জিং সুবিধা, জেনারেটর সুবিধা ইত্যাদি।
টাঙ্গুয়ার হাওরে প্রিমিয়াম হাউস বোটের সকল আধুনিক সব সুবিধা দেখুন। আপনাদের ভ্রমন আরও সহজ ও সুন্দর করতে টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজ নিয়ে ঘুরে আসতে পারেন আপনারা।

Old Article →
নীলাদ্রি লেক – শহীদ সিরাজ লেক

নীলাদ্রি লেক – শহীদ সিরাজ লেক