ইরাবতী ইকো রিসোর্ট – [Iraboti Eco Resort]
যান্ত্রিক জীবনের জটিলতা এড়িয়ে নিরব নিস্তব্ধ পরিবেশে আভিজাত্যের সাথে দুই একটা দিন ঘুরে আসুন সুন্দরবনের পাশে অবস্থিত ইরাবতী ইকো রিসোর্টে। ইরাবতী ইকো রিসোর্টের চমৎকার লাউঞ্জ আর ওপেন ডাইনিং প্লেসে বসে সেরে নিতে পারবেন ন্যাচরাল মেডিটেশন। প্রত্যেকটি রুমের পাশেই আলাদা বারান্দায় হ্যামকে শুয়ে দেখতে পারবেন ঢাংমারী ক্যানেলের জোয়ার ভাটার অদ্ভুত সুন্দর খেলা।
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/398444945_317007564409930_236855719391268316_n-1024x683.jpg)
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/380484985_291321696978517_3489615744359046806_n-1024x683.jpg)
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/397975390_317008074409879_7800087334933377841_n-1024x683.jpg)
সুন্দরবনের গহীনে নদীর কোল ঘেষে সম্পূর্ণ ইকো সিষ্টেমে তৈরি ইরাবতী ইকো রিসোর্ট। নির্জন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এবং পশুর জঙ্গলের মাঝখানে নদী পথে বোট ট্রিপ, বাঁশের তৈরি রাস্তায় খালি পায়ে হাঁটার উষ্ণতা এবং গোলাপাতায় ঘেরা ইরাবতী ইকো রিসোর্টের সৌন্দর্য পরিবেশিত জায়গায় সময় কাটানো, গোধূলির বিকেলে গ্রামবাংলার বাজার ঘুরে দেখা, রাত হতে হতে সবাই মিলে বার বি কিউ পার্টি এবং বন-জঙ্গলের ছোট ক্যানেলে সাইলেন্ট বোট ট্রিপ! এমন সব রোমাঞ্চকর অনুভূতির সাক্ষী হতে চাইলে, চলে যেতে পারেন ইরাবতী ইকো রিসোর্টে।
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/397938762_317008114409875_8186996965569609801_n-1024x683.jpg)
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/368176082_274821065295247_6324557340249160694_n-1024x768.jpg)
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/395266476_312237571553596_6136904978235478940_n-1024x683.jpg)
রুমে কিংবা বারান্দায় বসেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চলে আসুন ইরাবতী ইকো রিসোর্ট। ইরাবতীতে রয়েছে একটি খোলা রেস্তোরাঁ যেখানে বসে প্রকৃতির মাঝে মিলিয়ে যাবেন।
ইরাবতীতে যেভাবে যাবেন
- দেশের যে কোন প্রান্ত থেকে মোংলা বাস স্ট্যান্ড এসে মোংলা ঘাট থেকে সরাসরি ট্রলার (ছাদ ওয়ালা নৌকা) যোগে রিসোর্টের আঙ্গিনায় চলে আসতে পারবেন সুন্দরবন এর ক্যানেল ক্রুইজিং করতে করতে।
- মোংলা থেকে নৌকায় করে নদী পার হয়ে বানিয়াশান্তা বাজার আসতে হবে। সেখান থেকে অটো, খোলা ভ্যান, মোটরসাইকেল যোগে রিসোর্টে চলে আসতে পারবেন।
- কেউ প্রাইভেট কার নিয়ে আসতে চাইলেও সরাসরি আসতে পারবেন। মোংলার আগে লাউডোব ফেরিঘাটে ফেরি পার হয়ে সরাসরি রিসোর্টে চলে আসতে পারবেন।
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/380417538_291322246978462_1690749817866076970_n-1024x683.jpg)
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/386507945_301759892601364_5703763730763449895_n-768x1024.jpg)
![](https://sundarbanbangladesh.com/wp-content/uploads/2024/08/394601547_309935825117104_3986850295315469371_n.jpg)
রুম বুকিং এর সাথে যা পাচ্ছেন
✓ ওয়েলকাম ড্রিংক।
✓ কম্পলিমেন্টারি ব্রেকফাস্ট।
✓ স্ট্যান্ডার্ড টয়লেট্রিজ।
✓ হট ওয়াটার কেটলি এবং কফির সরঞ্জাম।
✓ মশা নিরোধক ব্যবস্থা।
রিসোর্টে যা থাকছে
✓ বার-বি-কিউ ব্যবস্থা।
✓ ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা।
✓ পর্যাপ্ত পরিমাণে দোলনা, হ্যামক এবং আরাম করার যায়গা।
✓ সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা।
✓ দাবা, লুডু, ক্যারাম সহ ইন্ডোর গেমস।
✓ অগ্নি নির্বাপন ব্যবস্থা।
✓ প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি এবং ফার্স্ট এইড বক্স।
✓ সুপরিসর ওয়েইটিং লাউঞ্জ।
✓ নামাজের স্থান।
যেভাবে বুকিং দিবেনঃ
বুকিং অফিসঃ Kite Bangladesh Holidays (ঢাকা অফিস);
Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A,
Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.
বুকিং দিতে কল করুনঃ +88 01873 323 553, +88 01531 183 253, +88 01877 825 569.